খুশিতে ৫০ পাউন্ডের কেক

একে-অপরকে কেক খাইয়ে দিচ্ছেনবিদ্যুৎ সরবরাহে খুশি হয়ে ৫০ পাউন্ডের কেক কেটেছেন দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে রমজানে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বৈঠকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে কেকটি আনা হয়। এর আগেও প্রতিবছর রমজানের আগে দোকান মালিক সমিতির সঙ্গে বিদ্যুৎ বিভাগের বৈঠক হয়। তবে এবারই প্রথম দোকান মালিক সমিতিকে এতটা খুশি হতে দেখা গেল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী এবং দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন কেক কেটে একে-অপরকে খাইয়ে দেন। এ সময় বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে এই কেকটি আনা হয়ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করছি ক্রমান্বয়ে বিদ্যুৎ পরিস্থিতি ভালো করতে। আশা করছি সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভালো হবে।’
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আগের চেয়ে বিদ্যুৎ বিতরণ পরিস্থিতি এখন অনেক ভালো। আগে ঝড় বৃষ্টি হলে ৭ থেকে ৮ ঘণ্টার আগে বিদ্যুৎ পাওয়া যেত না। এখন এক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ চলে আসে। আগের মতো লোডশেডিংও হয় না।’