৫০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসরকার ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ১১২ কোটি ৫৫ লাখ টাকা। দেশে প্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে এ গম সরবরাহ করা হবে। বুধবার (২৪ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম জানান, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে ঘোষিত প্যাকেজ-১১-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি মেট্রিক টন ২৬৭ দশমিক ৯৮ মার্কিন ডলার হারে এ গম সরবরাহের কাজ পেয়েছে মেসার্স কর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিডেট।

মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের একটি ক্রয় প্রস্তাবও উপস্থাপন করে স্থানীয় সরকার বিভাগ। কিন্তু, প্রকল্পটি নতুন করে শুরু করার কথা উল্লেখ আছে। তাই কমিটি প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার সুপারিশ করেছে।’