শেয়ারবাজারে তারল্য সংকট কাটাতে ৯০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক





বাংলাদেশ ব্যাংকশেয়ারবাজারে তারল্য সংকট কাটিয়ে ওঠার জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর মাধ্যমে প্রায় ৯০০ কোটি টাকার তহবিল জোগান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার(২ মে) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে।

প্রসঙ্গত, এই সহায়তা তহবিলের মেয়াদ কার্যকর থাকবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। আইসিবি শর্ত অনুযায়ী বিনিয়োগকারীদের মাঝে ঋণ পুনঃতফসিলীকরণ অথবা নতুন ঋণ বিতরণের জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসকে ঋণ হিসেবে এ অর্থ দেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৯ শতাংশ সুদে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউস থেকে এ ঋণ পাবেন। আইসিবি থেকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউস এ ঋণ পাবে ৭ শতাংশ সুদে। আর বাংলাদেশ ব্যাংক আইসিবিকে তা দিচ্ছে ৫ শতাংশ সরল সুদে।

অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বর্তমান পুজিবাজারে লেনদেন নিম্নগতির ধারা প্রতিরোধের লক্ষ্যে সুদ ও আসল হিসাবে আদায় করা মোট ৮৫৬ কোটি টাকা আবর্তনশীল ভিত্তিতে পুনঃব্যবহারে অর্থ বিভাগের সম্মতি দেওয়া হয়েছে।