পুঁজিবাজারে বিনিয়োগ সমস্যার সমাধান করলো বাংলাদেশ ব্যাংক



বাংলাদেশ ব্যাংকপুঁজিবাজারের উন্নয়ন এবং তারল্য সংকট সমাধানে উদ্যোগ নিলো বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলেছে, এখন থেকে পুঁজিবাজারের তালিকাভুক্ত নয়, এমন ব্যাংকের বিনিয়োগ হিসাবায়নের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারসহ বিভিন্ন অংশীজনের মতামত ও পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার ফলে বাজারের তারল্য সংকট কেটে যাবে। এর মাধ্যমে পুঁজিবাজারে বাড়তি বিনিয়োগ গণনার যে সমস্যা ছিল তাও কেটে যাবে। এত দিন ননলিস্টেড কোম্পানির যে শেয়ার ব্যাংক ও সাবসিডিয়ারি কোম্পানিগুলোর কাছে রয়েছে, তা পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা (এক্সপোজার) হিসেবে গণ্য করা হতো। এখন আর সেটি গণনা করা হবে না।