৯ জুন বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উদযাপন করা হবে

ACCREDATION BOARD

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’ উদযাপন করা হবে। এই উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। 

এদিন সকাল ১১টায় মতিঝিলে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

ইতোমধ্যে প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, স্যুভেনির ও পোস্টার প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড।

উল্লেখ্য, অ্যাক্রেডিটেশন হচ্ছে পণ্য ও সেবার গুণগত মানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি। কোনও শিল্পপণ্য ও সেবা অভ্যন্তরীণ বাজারে বিক্রির জন্য অ্যাক্রেডিটেশন সনদের প্রয়োজন না হলেও আন্তর্জাতিক বাজারে রফতানির ক্ষেত্রে ওই পণ্যের অনুকূলে অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির টেস্টিং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।