অবৈধ পথে আয়ের অর্থ বিনিয়োগের বিপক্ষে এফবিসিসিআই






সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের নেতারাবৈধপথে আয় করা ‘কালো টাকা’ বিনিয়োগের পক্ষে থাকলেও অবৈধ পথে আয়ের অর্থ বিনিয়োগের বিপক্ষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার(১৫ জুন) এফবিসিসিআই কার্যালয়ে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের এমন মনোভাবের কথা জানান সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম।

এসবিসিসিআই সভাপতি বলেন, ‘কালো টাকা মানে যারা বৈধপথে আয় করেছে, কিন্তু কোনও কারণে কর পরিশোধ করেননি। ওইসব অর্থ বিনিয়োগের পক্ষে আমরা। এই ধরণের সুযোগ থাকলে বিনিয়োগ বাড়বে। কিন্তু অবৈধপথে আয়ের টাকা বিনিয়োগের বিপক্ষে আমরা।’

শেখ ফজলে ফাহিম বলেন, ‘বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ৪৭ হাজার কোটি টাকা ঋণ নেবে। এর ফলে ব্যাংকগুলোর বেসরকরি খাতে বিনিয়োগ কমে যাবে।’ ঘাটতি পূরণে ব্যাংক খাতের ওপর নির্ভলশীলতা কমিয়ে বৈদেশিক উৎস ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, ইনফ্রাস্ট্রাকচার বন্ড ও অন্যান্য ফিন্যান্সিয়াল টুলসের ওপর জোর দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, বিজিএমইএ সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।