ঢাকার পশ্চিমাংশে আজ রাত থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জরুরি মেরামত কাজের জন্য আজ  বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে কাল শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। ফলে ঢাকা শহরের পশ্চিমাংশসহ কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভার এলাকায় গ্যাস থাকবে না। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এজন্য ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সরবরাহ কমে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ঢাকা শহরের পশ্চিমাংশ শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, ঝিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও আশপাশের এলাকা এবং হেমায়েতপুর, সাভার এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।