দেড় হাজার ডলার রেমিট্যান্সে ২ ভাগ নগদ সহায়তা





রেমিট্যান্সকোনও প্রবাসী ১ হাজার ৫০০ ডলার রেমিট্যান্স পাঠালে তাকে ২ ভাগ নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রণোদনা গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুয়ের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে পাঠাতে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সুবিধা ওয়েজ আর্নার্স রেমিট্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের ক্ষেত্রে রেমিট্যান্স আহরণকারী ব্যাংক প্রযোজ্য বিনিময়হারে টাকায় রূপান্তরিত অর্থ উপকারভোগীর হিসাবে জমা করবে। পরে তা দেওয়ার সময় ওই অর্থের ওপর ২ শতাংশ হারে নগদ সহায়তা দেবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, একজন প্রবাসীর রেমিট্যান্সের ওপর প্রতিবার সর্বোচ্চ ১ হাজার ৫০০ মার্কিন ডলার বা সমমূল্যের অর্থের ওপর কোনও কাগজপত্র ছাড়াই প্রণোদনা দেওয়া হবে। তবে পরিমাণ এর বেশি হলে প্রাপককে রেমিট্যান্স প্রেরকের বৈধ কাগজপত্র (যেমন পাসপোর্টের কপি, নিয়োগপত্রের কপি, বিএমইটির দেওয়া সনদপত্রের কপি, ব্যবসার লাইসেন্সের কপি ইত্যাদি) রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক শাখায় জমা দিতে হবে।