শতভাগ কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি বিজিএমইএ’র


বিজিএমইএশতভাগ কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। শনিবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ সামনে রেখে বিজিএমইএ’র সদস্য সব কারখানা তাদের শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করেছে। পাশাপাশি কারখানাগুলোতে ছুটিও ঘোষণা করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, এবারই প্রথম হাইওয়েতে অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যে বিজিএমইএ এলাকাভিত্তিক ধাপে ধাপে ছুটি দিয়েছে। শ্রমিকরা যাতে নিরাপদে গ্রামের বাড়ি যেতে পারেন, সেজন্য স্পেশাল বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজিএমইএ জানায়, তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে ২৭৮টিতে বেতন-বোনাস দেওয়ার বিষয়ে ঝুঁকি ছিল। এসব কারখানা নিবিড়ভাবে মনিটরিং করা হয়। এছাড়া ৪৭টি কারখানার শ্রমিকদের বেতন-বোনাস বিজিএমইএ’র মাধ্যমে দেওয়া হয়েছে।