জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়েছে

মূল্যস্ফীতি

গত জুলাই মাসে মূল্যস্ফীতির হার বেড়েছে। জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬২ ভাগ যা তার আগের মাস জুনে ছিল ৫ দশমিক ৫২ ভাগ। অর্থাৎ এক মাসের ব্যবধানে জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ১০ ভাগ।

মঙ্গলবার (২০ আগস্ট) একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণগুলো পর্যালোচনা করে দেখা গেছে, মাছ, মাংস, ডিম, শাক-সবজি, ভোজ্য তেল, মশলা ও কোমল পানীয় দ্রব্যাদির মূল্য বাড়ার কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়েছে।

খাদ্য বহির্ভূত দ্রব্য সামগ্রীর মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করে দেখা গেছে- খাদ্য বহির্ভূত উপখাতসমূহ (১) পরিধেয় বস্ত্রাদি (২) বাড়ি ভাড়া এবং গ্যাস (৩) চিকিৎসা সেবা (৪) শিক্ষা উপকরণ ও (৫) বিবিধ দ্রব্যাদি ইত্যাদি উপখাতের কিছু দ্রব্য সামগ্রীর মূল্য জুলাই মাসে বেড়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, চলতি ২০১৯-২০ অর্থবছরে ১ম মাসে এডিপি বাস্তবায়নের হার ১ দশমিক ৮৪ শতাংশ। টাকার অঙ্কে এর পরিমাণ ৩ হাজার ৯৫১ কোটি টাকা যা গত ২০১৮-১৯ অর্থবছরে এই সময়ে ছিল ০ দশমিক ৫৭ শতাংশ যা টাকার অঙ্কে ছিল ১ হাজার ২৭ কোটি টাকা।