আগস্টে মূল্যস্ফীতি ৫ দশমিক ৪৯ শতাংশ





মূল্যস্ফীতিআগস্টে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশে। এর আগের মাস জুলাইয়ে ছিল ৫ দশমিক ৬২ শতাংশ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়ে বলেছেন, পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় আগস্টে মূল্যস্ফীতি কমেছে। এছাড়া ঈদ শেষে বাজারের ওপর চাপ কমাও মূল্যস্ফীতি কমার কারণ বলে তিনি মনে করেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষ প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে আগস্টে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশে, যা এর আগের মাসে ছিল ৫ দশমিক ৬২ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৭ শতাংশে। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।
তিনি আরও জানান, আগস্টে গ্রামে সার্বিকভাবে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৫ শতাংশ।
আর আগস্টে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৫ শতাংশে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য ২ শতাংশে। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬০ শতাংশে।
প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা সচিব নুরুল আমিন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃষ্ণা গায়েন উপস্থিত ছিলেন।