উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের ভূমিকা পালন করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্‌শি (ফাইল ছবি)ব্যবসায়ীদের দেশের অর্থনীতির চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ বুধবার  (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সিআইপি (রফতানি) ও সিআইপি (ট্রেড)-২০১৭ কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রফতানি আয়ের ৮৪ ভাগ আসে তৈরি পোশাক থেকে। গত অর্থবছরে আমরা রফতানি করেছি ৪ হাজার ৬৮৭ কোটি মার্কিন ডলার। এ বছর ৫ হাজার ৪০০ মার্কিন ডলার রফতদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমার, বিশ্বাস গতবারের মতো এবারও রফতানির লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে। ২০২১ সালে আমাদেরর রফতানি ৬ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি।