বৈশ্বিক সক্ষমতা সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি

বৈশ্বিক সক্ষমতা সূচকবৈশ্বিক সক্ষমতা সূচকে বাংলাদেশের দুই ধাপ অবনতি হয়েছে। ১০৩ থেকে বাংলাদেশ এ বছর ১০৫ তম অবস্থানে চলে গেছে। বুধবার (৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ ) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্লোবাল কম্পেটেটিভনেস রিপোর্ট ২০১৯’  প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। 

সংবাদ সম্মেলনে ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২টি পিলারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিশ্বের ১৪১টি দেশে বুধবার এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ১২টি সূচকের মধ্যে সাতটিতেই খারাপ করেছে