প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: বিশ্বব্যাংক

 

জিডিপি

লক্ষ্যমাত্রার চেয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১ শতাংশ কম হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অর্থনীতি নিয়ে হালনাগাদ প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সরকার চলতি ২০১৯-২০ অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ প্রাক্কলন করেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট, অক্টোবর-২০১৯’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হতে পারে।
অবশ্য এর আগে গত জুনে বৈশ্বিক অর্থনীতির হালনাগাদ প্রতিবেদনে প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। সেই হিসাবে সরকারের প্রাক্কলনের চেয়ে বিশ্বব্যাংকের হিসাবে চলতি বছরে প্রবৃদ্ধি হার কমলো ১ শতাংশীয় পয়েন্ট। এবং সংস্থাটির আগের পূর্বাভাসের চেয়ে কমলো দশমিক ২ শতাংশীয় পয়েন্ট।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ বার্নার্ড হ্যাভেন বলেন, রফতানি আয় ও প্রবাসী আয়ে জোরালো প্রবৃদ্ধি এবং জোরালো অভ্যন্তরীণ চাহিদা ও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অব্যাহত হবে।
এসময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি প্রবৃদ্ধি ৮ শতাংশে সীমাবদ্ধ থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল।