শ্রমিক কল্যাণে ইইউসহ নরডিক রাষ্ট্রগুলো সহযোগিতা অব্যাহত রাখবে

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরডিক রাষ্ট্রদূতদের সাক্ষাৎ (ছবি: পিআইডি)বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোর নিরাপদ কাজের পরিবেশ ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রত্যাশার চেয়ে বেশি অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে নরডিক রাষ্ট্রগুলোর দূতরা। তারা জানিয়েছেন, শ্রমিকদের কল্যাণে আরও কিছু করার সুযোগ রয়েছে। ইউরোপিয়ন ইউনিয়নসহ (ইইউ) নরডিক রাষ্ট্রগুলো বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত নরডিক রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করতে আসেন। তারা হলো- সুইডেনের রাষ্ট্রদূত মি. চারলোট্টা শেলটার, নরওয়ের রাষ্ট্রদূত মি. সিডসেল বেলকেন  ও ডেনমার্কের রাষ্ট্রদূত মি. উইনি স্ট্রাপ পেটারসন।

বাণিজমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাংলাদেশ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছে। দেশে এখন একের পর এক গ্রিন ফ্যাক্টরি চালু হচ্ছে। পৃথিবীর বড় কমপ্লায়েন্স ফ্যাক্টরি এখন বাংলাদেশে। বাংলাদেশের শ্রমিকরা এখন কর্মবান্ধব ও নিরাপদ পরিবেশে কাজ করছে। সব ফ্যাক্টরিতে বিল্ডিং সেফটি, ফায়ার সেফটিসহ সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের শ্রমিকরা সব ধরনের শ্রম অধিকার ভোগ করছেন। ইপিজেডে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের শ্রমিকরা এখন শান্তিপূর্ণ পরিবেশে কারখানায় কাজ করছেন। শ্রমিকদের অধিকার, মজুরি ও উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সবসময় আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’