বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান বিডা চেয়ারম্যানের

DB_Bida-1908270745উন্নত দেশ বিনির্মাণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ কর্মসংস্থান ও মাথাপিছু আয় বাড়াতে  বেশি বেশি বিনিয়োগ দরকার বলে মন্তব্য করেনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘এ জন্য বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দিতে হবে।’  বুধবার (৬ নভেম্বর) সহজে ব্যবসা করার সূচকে উন্নয়নে সহযোগিতার জন্য অভিনন্দন জানাতে আয়োজিত অনুষ্ঠানে রাজধানীর আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর (আরজেএসসি), বাংলাদেশ ব্যাংক, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে আন্তরিক অভিনন্দন জানান।

সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের আরও পরিকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ কর্মসংস্থান দরকার। সে সঙ্গে টেকসই উন্নয়নের লক্ষ্যে সবার মাথাপিছু রোজগারও বাড়াতে হবে। এসব কিছু তখনই সম্ভব, যখন দেশে অধিকহারে বিনিয়োগ আসবে।’

প্রসঙ্গত, বিশ্বব্যাংকের ‘ইজ অব ডুয়িং বিজনেসের সূচক-২০২০’ প্রতিবেদনে বাংলাদেশের আট ধাপ অগ্রগতি করেছে। একটি দেশে ব্যবসা করা কতটা কঠিন কিংবা সহজ সেই সূচক প্রতি বছর তৈরি করে বিশ্বব্যাংক। মে থেকে শুরু করে পরের বছর এপ্রিল পর্যন্ত বাণিজ্য সহজীকরণে সরকারের নেয়া উদ্যোগ বিশ্লেষণ করে এ তালিকা করা হয়।

গত ২৪ অক্টোবর বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আট ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম। আট ধাপ অগ্রগতির পাশাপাশি উন্নতিতে সেরা ২০ দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ।