কাল থকে শুরু হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার

BTTF 2015প্রতি বছরের মতো এ বছরও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলবে এই মেলা।

আয়োজকরা জানিয়েছেন, পর্যটন বছর ২০১৬ শুরুর পূর্বে এই বৃহৎ মেলা পর্যটন ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে।

তিন দিনব্যাপী এই মেলায় দেশি-বিদেশি শীর্ষস্থানীয় সকল ট্যুর অপারেটর, ট্র্যাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

এবারের মেলায় সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড দেখাতে হবে এবং সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল্য ২০ টাকা ধার্য করা হয়েছে।

মেলায় দর্শকদের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বাস ২০ মিনিট পর পর ছাড়বে।

 /এসআই/এফএইচ/