ইউরোজোনের মূল্যস্ফীতি বেড়েছে

euro zoneএকক মুদ্রা ইউরো ভিত্তিক অর্থনৈতিক জোট ইউরোজোনের মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় অক্টোবরে বেড়েছে দশমিক ১০ শতাংশ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরিসংখ্যান দফতর ইউরোস্ট্যাটের সংশোধিত হিসাবে অনুসারে, এ হার দশমিক ১০ শতাংশ।

মঙ্গলবার বিবিসি’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুসারে, অক্টোবরে সবজি, ফল এবং রেস্তরার খাবার দর বাড়ায় মূল্যস্ফীতিতে প্রবৃদ্ধি দেখা দিয়েছে। তবে, এ সময় জ্বালানি খরচ আগের বছরের একই সময়ের তুলনায় যথেষ্ট কম।

যদিও এর আগে মূল্যস্ফীতি শূন্যের ঘরে থাকবে বলে জানিয়েছিল ইউরোস্ট্যাট। তখন বলা হয়েছিল, জ্বালানির দর হ্রাস মূল্যস্ফীতিতে খাবারে দর বৃদ্ধির প্রভাবকে প্রশমিত করবে।

এদিকে, বিভিন্ন ক্ষেত্রে দর বৃদ্ধি এখনও কম থাকায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ওপর আর্থিক নীতি সংশোধনের চাপ রয়েছে।

অক্টোবরে সবজির দর ৯ দশমিক ৪০ এবং ফলের দর ৬ দশমিক ২০ শতাংশ বেড়েছে। পাশাপাশি রেস্তরায় খাবারের দর বেড়েছে দেড় শতাংশ।

তবে, এ সময় জ্বালানির দর গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫০ শতাংশ কম।

ইউরোজোনের অধীন দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ১ দশমিক ৮০ মূল্যস্ফীতি ছিল সাইপ্রাসে। আর সবচেয়ে বেশি ১ দশমিক ৬০ শতাংশ ছিল মাল্টায়।

/এফএইচ/