আন্তর্জাতিক মুদ্রার মজুদ তহবিলে যুক্ত হচ্ছে ইউয়ান

YUANআন্তর্জাতিক মুদ্রার মজুদ তহবিলে যুক্ত হচ্ছে চীনের মুদ্রা ইউয়ান। আজ সোমবার এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বরাত দিয়ে সোমবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমএফ গ্রুপের এ তহবিলে বর্তমানে অন্তর্ভুক্ত থাকা মুদ্রাগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ডলার, ইউরোপীয় ইউনিয়নের ইউরো, জাপানের ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ইউয়ানকে এ তহবিলে অন্তর্ভুক্তির কথা জানিয়েছিলেন আইএমএফ প্রধান ক্রিস্টিনে লাগার্দ।

বিশেষজ্ঞরা মতে, প্রাথমিক অবস্থায় এ অন্তর্ভুক্তি মূলত সম্মানসূচক হলেও আইএমএফ গ্রুপের এ তহবিলে যুক্ত হলে ২০৩০ সাল নাগাদ ডলার ও ইউরো সঙ্গে শীর্ষ আন্তর্জাতিক মুদ্রার একটিতে পরিণত হবে ইউয়ান।

আজ এই ঘোষণা দেওয়া হলে যে কোনো দেশ তাদের বৈদেশিক মুদ্রার মজুদ তহবিলে আগামী বছর থেকে চীনের ইউয়ানও রাখতে পারবে।

আন্তর্জাতিক মুদ্রার মজুদ তহবিলে চীনের মুদ্রা ইউয়ানকে সংযুক্তিতে গত বছর সমন্বিত প্রচেষ্টা চালিয়েছিলেন চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তবে কৃত্রিমভাবে ইউয়ানের মুদ্রামান কমিয়ে নিজ দেশের রফতানিকারকদের সাহায্য করছে চীন, এমন অভিযোগে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। যদিও এ অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে চীন।

/এফএইচ/