আজ রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে

জাতীয় রাজস্ব বোর্ড

আজ  রবিবার (১ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। এ ব্যাপারে সব সার্কেল অফিস ও কর কমিশনারদের একটি নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দেশনায় বলা হয়েছে, ১ ডিসেম্বর করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সুবিধার্থে রবিবার রাত ৮টা পর্যন্ত আপনার ও আপনার অধীনস্থ সব আয়কর অফিস খোলা রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হলেও এক নির্দেশনায় রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়ায় এনবিআর। অর্থাৎ আজ ১ ডিসেম্বরও রিটার্ন জমা দেওয়া যাবে। ৩০ নভেম্বর (শনিবার) ছুটির দিন হওয়ায় ১ ডিসেম্বর রবিবার রিটার্ন জমা নেওয়া হচ্ছে।

এনবিআরের নির্দেশনায় সেবার মনোভাব নিয়ে ১ ডিসেম্বর করদাতাদের কাছ থেকে রিটার্ন জমা নেওয়ার কথা বলা হয়েছে।

নিয়ম অনুযায়ী, আজকের পর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। তবে উপ কর কমিশনারের কাছে সময় বাড়ানোর আবেদন করাসহ জরিমানা দিয়ে সারাবছরই রিটার্ন জমা দেওয়া যাবে।