বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট

বাংলাদেশ ব্যাংকনতুন রঙে মুদ্রিত ৫০ টাকার ব্যাংক নোট বাজারে আসছে আগামী ১৫ ডিসেম্বর। বর্তমানে বাজারে থাকা ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট দুটির রঙের মধ্যে কিছুটা মিল থাকায় নতুন এ নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, লালচে কমলা রঙে বঙ্গবন্ধুর ছবি ও গর্ভনর ফজলে কবিরের সই করা ৫০ টাকার নতুন এই নোট ১৫ ডিসেম্বর থেকে পাওয়া যাবে। ওই দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ৫০ টাকার নতুন নোট ইস্যু করা হবে।
উল্লেখ্য, লালচে কমলা রঙ ছাড়া প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ২টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।