ভর্তুকি পাবেন চাল রফতানিকারকরা

বাংলাদেশ ব্যাংকদেশে উৎপাদিত ধান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি চাল রফতানির বিপরীতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এ প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রজ্ঞাপন জারির দিন বৃহস্পতিবার থেকেই এ সুধিবা পাবেন চাল রফতানিকারকরা।
এতে আরও বলা হয়েছে, দেশে উৎপাদিত ধান সংগ্রহের মাধ্যমে নিজস্ব কারখানায় প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি চাল রফতানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর ১৫% হারে প্রক্রিয়াকারী-রফতানিকারকরা ভর্তুকি পাবেন। তবে বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড, ইজেড) অবস্থিত প্রতিষ্ঠান থেকে রফতানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া চাল রফতানির ক্ষেত্রে ব্যবহৃত মোড়ক সামগ্রীসহ অন্যান্য উপকরণের ওপর ডিউটি ড্র-ব্যাক ও শুল্ক বন্ড সুবিধা গ্রহণ করা হলেও ভর্তুকি দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।