৬ শতাংশ সুদে আমানত নিচ্ছে সব ব্যাংক

abbফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ৬ শতাংশ সুদে আমানত নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) একটি প্রতিনিধি দল এ তথ্য জানায়।
সংগঠনটির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, এবিবির প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। সাক্ষাতে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় সিঙ্গেল ডিজিট বা এক অঙ্কের সুদহার বাস্তবায়নসহ বেশ কিছু বিষয়ে মৌখিক দাবি করেন এবিবির প্রতিনিধিরা। গভর্নর বিষয়গুলো লিখিত আকারে দিতে বলেছেন।
বৈঠকের বিষয়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, সৌজন্য সাক্ষাৎই ছিল মূল উদ্দেশ্য। ১ এপ্রিল থেকে ৯ শতাংশে ব্যাংক ঋণের সুদহার নামিয়ে আনার বিষয়ে গভর্নরকে অবহিত করেছি। পাশাপাশি এ মাস থেকেই আমানতের সুদহার কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে গত ২৮ জানুয়ারি রাতে এবিবির এক বৈঠকে ফেব্রুয়ারি মাস থেকেই ৬ শতাংশ সুদে আমানত নেওয়ার সিদ্ধান্ত নেন ব্যাংকের এমডিরা।