শেয়ার বাজারে আসছে রাষ্ট্রায়ত্ত আরও চার ব্যাংক, রূপালীর শেয়ার বাড়বে

সরকারি পাঁচ ব্যাংকআগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রায়ত্ত আরও ৪টি ব্যাংক শেয়ার বাজারে আসবে। এছাড়া বাজারে ছাড়ার জন্য রূপালী ব্যাংকের শেয়ারের পরিমাণ ৯ থেকে ২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। এই ব্যাংকটি আগে থেকেই শেয়ার বাজারে আছে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

শেয়ার বাজারে আসা ৪টি ব্যাংক হচ্ছে—বিডিবিএল (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক), অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংক। আইসিবি (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) বিষয়টির সমন্বয় করবে। এই পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সদস্য করে একটি কমিটিও গঠন করা হয়েছে।



বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এসিসির চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের এমডি ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।