বিকল্প বাজারে নজর বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী (ফাইল ছবি)

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিকল্প বাজারের দিকে বাংলাদেশ নজর রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানিয়েছেন এ সমস্যা দীর্ঘমেয়াদি হলে নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশে সফররত কানাডার সাচকাচোয়ান প্রদেশের কৃষিমন্ত্রী এইচ ই ডাভিড মারিটের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এসময় বাণিজ্যমন্ত্রী জানান, করোনার প্রভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে কী ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে তা এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে জানতে চেয়েছি। তাদের কাছ থেকে সেই রিপোর্টটি পেলে একটা আইডিয়া দিতে পারবো বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন পেঁয়াজ আসছে মিয়ানমার, তুরস্ক, মিসর ও পাকিস্তান থেকে। চীন থেকে যে পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয় তাতে পেঁয়াজের বাজারে প্রভাব পড়বে না। তবে রসুন-আদাসহ অন্যান্য মসলার সমস্যা হবে কিনা সেটি দেখছি। সমস্যা হলে আমাদের বিকল্প মার্কেটে যেতে হবে।

রসুনের দাম বেড়েছে- সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সিরিয়াসলি নজর রাখছি। পেঁয়াজেও অসৎ ব্যবসায়ীরা সুযোগ নিয়েছিল, এখনও ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। সমস্যা একটু হলেই তারা সুযোগ নেয়। আগামীকাল আমরা এ বিষয়টি নিয়ে নিজেরা বসে করণীয় ঠিক করতে চাই।’