১০ প্রতিষ্ঠানকে এনবিআরের সম্মাননা

87259934_496343897971446_5021037495983276032_nএবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম এই সম্মাননা দেয়।
অনুষ্ঠানে এনবিআরের সদস্য (ভ্যাট-নীতি) মো. মাসুদ সাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার ড. মইনুল খান।
এ বছরের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো— ১. ওয়ালটন হাই টেক ইন্ডা. লি. (৩৭ লাখ ৬৫ হাজার), ২. এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড (৩৪ লাখ ৭৭ হাজার), ৩. সারা লাইফ স্টাইল লি. (৩২ লাখ ৫ হাজার), ৪. র‌্যাংগস ইলেকট্রনিক্স লি. (৩২ লাখ ৫ হাজার), ৫. হাতিল কমপ্লেক্স লি. (২১ লাখ ৩৭ হাজার), ৬. মাল্টি লাইন ইন্ডা. লি. (১৯ লাখ ৫০ হাজার), ৭. ফিট এলিগেন্স লি. (১৮ লাখ ২৪ হাজার), ৮. নাভানা ফার্নিচার লি. (১৬ লাখ ৫৫ হাজার), ৯. মেসার্স ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড (১৬ লাখ ১ হাজার) এবং ১০. বঙ্গ বেকারস লি. (১৫ লাখ ৩০ হাজার)।
প্রসঙ্গত, এ বছর দেশি ও বিদেশি ৪৮৭টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। ৫% হারে এই মেলা থেকে মোট ৬ কোটি ৪৭ লাখ টাকা ভ্যাট আহরিত হয়েছে।