করোনার প্রভাব: শেয়ারবাজারে লেনদেনের সময় কমলো

ডিএসই-সিএসইকরোনা ভাইরাসের কারণে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। 

বুধবার (১৮ মার্চ) বিকালে জরুরি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে শেয়ারবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, এতদিন শেয়ারবাজারে আড়াইটার পর্যন্ত লেনদেন চলতো।