ছুটিতে ব্যাংকগুলোতে পে-অর্ডার করা যাবে

বাংলাদেশ ব্যাংকসরকারের ঘোষিত সাধারণ ছুটিতে সীমিত আকারে ব্যাংকিং লেনদেনের মধ্যেও গ্রাহকরা পে-অর্ডার ও ডিডি করার সুযোগ পাবেন। বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়, বিভিন্ন গ্রাহকের প্রকৃত চাহিদার প্রেক্ষিতে ব্যাংকের খোলা রাখা বিভিন্ন শাখায় নগদ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি বা পে-অর্ডার ইস্যু এবং একই ব্যাংকের একই শাখার বিভিন্ন হিসাবের মধ্যে অর্থ স্থানান্তরের কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা করতে হবে।

প্রসঙ্গত, সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।