ব্যাংকের বার্ষিক প্রতিবেদন জমার সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩১ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বাংক। করোনা প্রার্দুভাবের কারণে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ বাংকের সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে আলোচনা করে উক্ত আইনের ৪০ ধারার বিধানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিলের সময় সীমা আগামী ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করলো।

আইন অনুসারে অর্থবছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে প্রকাশ করতে হয়।

ব্যাংক কোম্পানি আইন অনুসারে কোনও বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে সর্বোচ্চ দুই মাস সময় পাওয়া যায় প্রতিবেদন চূড়ান্ত করার জন্য।