১০ দিন অফিস করে ভাতা, বিভ্রান্তি দূর করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

ব্যাংক কর্মকর্তারা ১০ দিনের বেশি স্বশরীরে  অফিসে উপস্থিত থাকলেও তারা প্রণোদনা ভাতা পাবেন পুরো এক মাসের। এর বেশি পাবেন না। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বিভ্রান্তি দূর করে একটি সার্কুলার জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান  নির্বাহীর কাছে পাঠানো এই সার্কুলারে বলা হয়েছে— ১০ দিনের বেশি স্বশরীরে  অফিসে উপস্থিত থাকলেও তিনি এক  মাসের সম পরিমাণ বিশেষ প্রণোদনা ভাতার অধিক প্রাপ্য হবেন না।

বাংলাদেশ ব্যাংক বলছে, সাধারণ ছুটিকালীন কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে ১০ কার্যদিবস স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ মাস হিসেবে গণ্য হবে।

তবে ১০ কার্যদিবসের কম থাকলে সে ক্ষেত্রে আনুপাতিক হারে উক্ত ভাতা পাবেন। আর ১০ কার্যদিবসের বেশি স্বশরীরে ব্যাংকে কর্মকত থাকলেও তিনি এক মাসের সমপরিমাণ বিশেষ প্রণোদনা ভাতার বেশি প্রাপ্য হবেন না।

অবশ্য নির্ধারিত রোস্টারিং ডিউটি কিংবা ব্যাংকের প্রয়োজনে ১০ কার্যদিবসের বেশি স্বশরীরে ব্যাংকের কর্মে নিয়োজিত থাকলে তিনি ১০ কার্যদিবসের পরবর্তী কার্যদিবসগুলোর জন্য ব্যাংকের নিজস্ব নীতিমালা বা বিধিমালার আওতায় যাতায়াত ব্যয় (কনভেন্স) অতিরিক্ত হিসেবে পাবেন।