জুন পর্যন্ত পিপিই-মাস্ক ব্যবসায় দিতে হবে না ভ্যাট




পিপিই-মাস্ককরোনাভাইরাসের সংক্রমণরোধী পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্কসহ) উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) জুন পর্যন্ত অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার (৬ মে) এনবিআর এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে।

এনবিআর বলছে, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআরের আদেশে বলা হয়, জনস্বার্থে এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের প্রদত্ত ক্ষমতাবলে বৈশ্বিক মহামারির এই দুর্যোগকালে পিপিই ও সার্জিক্যাল মাস্কের উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো।

এরআগে, ২২ মার্চ আমদানি পর্যায়ে পিপিইসহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে সমুদয় শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়।