পুঁজিবাজারে লেনদেন ১০ থেকে ১টা

স্টক এক্সচেঞ্জবৃহস্পতিবার (১৮ জুন) থেকে শেয়ারবাজারে সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশে ব্যাংকের নির্দেশনার অনুযায়ী ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে বুধবার (১৭ জুন) ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান এ বিষয়ে বলেন, ‘ডিএসইতে আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল ১০টায়  লেনদেন শুরু হবে।  লেনদেন শেষ হবে বেলা ১টায়।’

অপরদিকে, সিএসইর এক নির্দেশনায় বলা হয়েছে, গত সোমবার (১৫ জুন) বাংলাদেশে ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং সেবার সময় পরিবর্তনের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১৮ জুন লেনদেন শুরু হবে সকাল ১০টায়। লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।