নিজস্ব তহবিল থেকেও রফতানি বিল পরিশোধ করতে পারবে ব্যাংক

বাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রার লেনদেনকারী অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো তাদের নিজস্ব তহবিল থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। এতদিন শুধু অফশোর ব্যাংকিং ইউনিট থেকে এই বিল পরিশোধের সুযোগ ছিল। রবিবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে প্রকাশিত এক সার্কুলারে এই তথ্য জানানো হয়।
অফশোর ব্যাংকিংয়ের নিয়মনীতির কারণে রফতানি বিল পরিশোধে সমস্যা হচ্ছিল। তাই রফতানি খাতকে উদ্বুদ্ধ করতে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিলো।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে এডি ব্যাংকগুলো নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। এই বিল পরিশোধের ক্ষেত্রে বাইরের কোনও খাতে টাকা ব্যয় না করারও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।