আর্থিক প্রতিষ্ঠানেও কমানো হলো নগদ জমার হার

বাংলাদেশ ব্যাংকব্যাংকের পর এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের সিআরআর বিদ্যমান আড়াই শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ করা হয়েছে। এটি গত ১ জুন থেকে কার্যকর হবে। রবিবার (২১ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, মেয়াদি আমানত গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে গড়ে দেড় শতাংশ হারে সিআরআর রাখতে হবে। আর দৈনিক সংরক্ষণের হার কোনও দিন এক শতাংশের কম হবে না।

প্রসঙ্গত, এর আগে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে গড়ে আড়াই শতাংশ এবং দৈনিক ২ শতাংশ সিআরআর সংরক্ষণ করতে হতো।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, মেয়াদি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের এসএলআর সংরক্ষণের হার বর্তমানের মতো ৫ শতাংশ এবং আমানত গ্রহণ করে না এরকম আর্থিক প্রতিষ্ঠানের এসএলআর আড়াই শতাংশে অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ৯ এপ্রিল ও ২৩ মার্চ দুই দফায় ব্যাংকগুলোর সিআরআর দেড় শতাংশ কমিয়ে ৪ শতাংশ করা হয়।

সিআরআর কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো নগদ টাকার সংকটে থাকায় সিআরআর কমানো হয়েছে।