ছোট ব্যবসায় ঋণ বিতরণে ব্যাংকের আলসেমি, সর্তক করল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকক্ষুদ্র ও মাঝারি ব্যবসা তথা সিএমএসএমই খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোর আলসেমি লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে ব্যাংকগুলোকে সর্তক হওয়ার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২২ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ নির্দিষ্ট সার্কুলারের আওতায় ঋণ বিতরণ কার্যক্রমে আশানুরূপ গতি আনতে সক্ষম হয়নি। তাই সার্বক্ষণিক তদারকির লক্ষ্যে সিএমএসএমই খাতে ঋণ/বিনিয়োগ বিতরণ তদারকী আরও জোরদার করার আবশ্যকতা দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, নতুন সিদ্ধান্ত হলো  সিএমএসএমই (কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি) খাতে সরকার ঘোষিত প্যাকেজের আওতায় বিতরণকৃত সিএমএসএমই ঋণ/বিনিয়োগ সংক্রান্ত বিবরণী প্রতি মাসের পরিবর্তে পাক্ষিক ভিত্তিতে দিতে হবে। প্রতি পাক্ষিকের বিবরণী পরবর্তী পাঁচ দিনের মধ্যে, অর্থাৎ প্রথম পাক্ষিকের বিবরণী সংশ্লিষ্ট মাসের ২০ তারিখের মধ্যে এবং দ্বিতীয় পাক্ষিকের বিবরণী পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ‘এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট’-এ দাখিল করতে হবে।