একহাজার মেট্রিক টন সুগন্ধি চাল রফতানির অনুমতি

বাণিজ্য মন্ত্রণালয়একহাজার মেট্রিক টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যাবসায়ী প্রতিষ্ঠান এফসি ট্রেডিং করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ অনুমতি দিয়েছে।

বর্তমানে বাংলাদেশ থেকে সেদ্ধ চাল রফতানি বন্ধ রয়েছে। তবে রফতানি নীতিমালার আলোকে সুগন্ধী চাল রফতানির সুযোগ উন্মুক্ত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই অনুমতির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি রফতানিকৃত সুগন্ধি চাল জাহাজের তোলার পর রফতানি সংক্রান্ত সংশ্লিষ্ট সব কাগজ বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

অনুমতি পাওয়া চাল রফতানির ক্ষেত্রে রফতানির নীতি ২০১৮-২১ অনুসরণের বাইরেও রফতানিযোগ্য সুগন্ধি চাল ট্রান্সপারেন্ট প্যাকেটে প্যাকেটজাত করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে।

এ প্রসঙ্গে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন জানিয়েছেন, ‘রফতানি নীতিমালার আলোকে সুগন্ধি চাল রফতানির সুযোগ রয়েছে। আমরা সেই অনুমতি দিয়েছি। তবে রফতানিকারক প্রতিষ্ঠানকে আরও কিছু শর্ত পরিপালন করতে হবে। প্রতিষ্ঠানটি ওই সব শর্ত মানতে সম্মতি জানিয়েছে।’