১৪ জন ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পেলেন

nonameক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিশেষ অবদান রাখায় ১৪ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আইবিএফবি’র সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক-২০১৪’ তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম হাবিবউল্লাহ, মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোল্ড প্রমুখ।

সম্মাননাপ্রাপ্তরা হলেন, আকবর হোসেন কিসমত, ফাইজুর রহমান, রেজাউল হাসান, পারভীন আকতার, তনুজা রহমান, লিপি সাহা, আলহাজ্ব মো. ফসিয়ার রহমান, বেলাল আহমেদ ইমরান, মোস্তফা খান ফিরোজ, আশরাফুল ইসলাম, শাহেদুল ইসলাম, স্থপতি মীর আল আমীন, জিএম নূর ইসলাম রনি ও আব্দুল হাকিম মন্ডল।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র বলে ব্যাংকের সহায়তা পান না উদ্যোক্তারা। আবার ব্যাংকগুলো ব্যক্তি মালিকানা খাতের হওয়ায় সুদের হার নির্ধারণ করে দেওয়া যায় না। তারপরও এসএমই’র উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শিল্পায়ন প্রচেষ্টা যেভাবে চলছে সেটা নিয়ে গর্ববোধ করতে পারি। আমরা খুব খারাপ করিনি। গত ১৫ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হারে অর্জিত হয়েছে। ২০০৮ থেকে ২০১২ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দাকালীন সময়েও আমাদের প্রবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। এখন বসে থাকলে চলবে না। এখন এগিয়ে যাওয়ার সময়।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বে অন্যান্য বিষয় যখন সহজ হচ্ছে তখন ভিসা সংক্রান্ত জটিলতা বাড়ছে। আমেরিকার ভিসা পূরণ করা তো মহাযজ্ঞের ব্যাপার। ভিসা পূরণ ফরমে অতীত ও বর্তমানের এত তথ্য দেওয়া লাগে, যাতে দীর্ঘ সময় ব্যয় হয়।

ভিসা ফরম সহজ করতে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেন অর্থমন্ত্রী।

/এসআই/এফএইচ/