রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহ ও দাম দুটোই বেশি

শীতের সবজিরাজধানীর বাজারগুলোতে শীতের সবজির আগাম সরবরাহ যেকোনও সময়ের চেয়ে এখন বেশি। তবে সেই তুলনায় দামও বেশি। করোনাভাইরাস মহামারির মধ্যে মানুষের আয় না বাড়লেও অব্যাহতভাবে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। সেগুনবাগিচা, মগবাজার ও কাওরান বাজারের খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
এতদিন সবজির মূল্যবৃদ্ধির জন্য দীর্ঘস্থায়ী বন্যার অজুহাত দেওয়া হচ্ছিল। আর এখন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে দাম আরও বাড়তির দিকে। 
বাজারগুলোতে সরেজমিন দেখা যায়, পাঁচ-ছয় ধরনের সবজির দাম ১০০ টাকার ওপরে। আট-দশ ধরনের সবজির দাম ৬০ টাকার বেশি। অন্য পাঁচ-ছয় ধরনের সবজির দাম ৫০ টাকার ওপরে। আর তিন-চার ধরনের সবজির দাম ৪০ টাকার ঘরে।
শুক্রবার (২ অক্টোবর) কাওরান বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম, পাকা টমেটো, গাজর, বেগুন ও বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দামে। এরমধ্যে পাকা টমেটোর দাম প্রতিকেজি ১২০-১৪০ টাকা। শিমের কেজি ১২০-১৪০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বরবটির কেজি কোথাও ১০০ টাকা, কোথাও ১২০ টাকা। বেগুনের কেজি এখন ১১০ টাকা হয়ে গেছে।
এসব সবজির দাম বৃষ্টির কারণে ১০০ টাকার ওপরে উঠেছে বলে দাবি করেন কাওরান বাজারের খুচরা ব্যবসায়ী শেখ আলিম উদ্দিন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘এগুলো ঢাকায় কম আসে। কিন্তু চাহিদা বেশি থাকায় দাম বাড়তি। 





সবজি বাজারকাওরান বাজারে দেখা যায়, এককেজি পটলের দাম এখন ৬০-৭০ টাকা। প্রতিকেজি ঝিঙা ৭০ টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ টাকা। লাউ প্রতি পিস ৭০-৮০ টাকা।
বাজারে নতুন আসা ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। মুলা প্রতিকেজি ৩০-৫০ টাকা।
ক্রেতাদের দাবি, পেঁপে ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০-৫০ টাকা কেজি। ১২ টাকা হালি কাঁচা কলা কিনতে হয় ৪০-৫০ টাকায়। কাঁচামরিচের দাম এখন ২৫০ গ্রাম ৬০ টাকা। দেশি পেঁয়াজের কেজি ৯০ টাকা। আলু বিক্রি হচ্ছে ৪২ টাকায়।
মানিকনগর এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট একটা ব্যবসা করি, করোনার কারণে আগের মতো লাভ হচ্ছে না। কিন্তু বাজারে গেলে হতাশ হতে হয়। টাকা ফুরিয়ে যায়, কিন্তু বাজারে সবজি কেনার যেন উপায় নেই।’
সাধারণ এই ক্রেতার ভাষ্য, ‘বাজার সবজিতে ভরপুর, তবু সব সবজির দাম বেড়েছে। বেশিরভাগ সবজির দাম ১০০ টাকার ওপরে বা ১০০ টাকার কাছাকাছি।’