৩১ ডিসেম্বর কলম বিরতিতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

নতুন বেতন কাঠামোতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাঅষ্টম বেতন কাঠামোতে ক্ষুব্ধ হয়ে বছরের শেষ দিনে কলম বিরতিতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
বুধবার এক ঘণ্টা করে মানববন্ধন কর্মসূচি পালন করবেন ব্যাংকটির কর্মকর্তারা।এর আগে আগামীকাল মঙ্গলবার ও সোমবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশ শেষে কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এই ঘোষণা দেন। এসময় কেন্দ্রীয় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তারা সমাবেশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন বেতন কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে তুলনা করা হয়েছে। এছাড়া সহকারী পরিচালক পদকে অস্টম গ্রেড থেকে অবনমন করে নবম গ্রেডে নিয়ে আসা হয়েছে। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদকে প্রথম গ্রেডে নেওয়া হয়নি। এ অবস্থায় ২২ ডিসেস্বর কেন্দ্রীয় ব্যাংকের সব স্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে  আন্দোলনের ঘোষণা দেয় অফিসার্স কাউন্সিল।এরই অংশ হিসেবে পরদিন ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং গতকাল রবিবার থেকে কালো ব্যাজ ধারণ করে অফিস করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

/টিএন/