শেষ দিন মনে করে কর অফিসে উপচে পড়া ভিড়

১১১১আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৩০ নভিম্বর) ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। রবিবার পর্যন্ত সময় বাড়ানোর ঘোষণা না থাকায় আজ  সকাল থেকে রাজধানীর বিভিন্ন কর অঞ্চলে দেখা যায়, ব্যাপক উৎসাহ নিয়ে আয়কর দিতে এসেছেন করদাতারা। ভিড় অন্য যেকোনও দিনের চেয়ে বেশি। শেষ দিন মনে করে করোনার ঝুঁকি নিয়েই কিছুটা উদ্বেগের মাঝে করদাতারা বিভিন্ন কর অঞ্চলে ভিড় করেন। এদিকে  সোমবার বিকালে এক আদেশে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সন্ধ্যায়  এনবিআরের এই ঘোষণায় যেসব করদাতা কর দিতে এসেছেন, তাদের অনেকেই  বিরক্ত হয়েছেন। করদাতারা বলছেন, একদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে সন্ধ্যা ছয়টার মধ্যে রিটার্ন জমা দিতে হবে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন,আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ শেষ দিন হিসেবে চাপ রয়েছে বেশি। সকাল থেকেই করদাতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা সমস্যা হয়েছে। আয়কর অফিস-৪ এর এক কর্মকর্তা বলেন, সকাল থেকেই ছিল করদাতাদের উপচে পড়া ভিড়। তবে করোনা মহামারির সময়ে স্বাস্থ্যবিধির ব্যাপারে অনেকেই ছিলেন উদাসীন।