২৬ লাখ মানুষ নির্মাণ শিল্পে কর্মরত

নির্মাণ শিল্পে কর্মরত শ্রমিকদেশের নির্মাণ শিল্পে ২৬ লাখের বেশি মানুষ কর্মরত রয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)  ‘নির্মাণ জরিপ ২০১৩-১৪’-এর ফলাফলের ওপর ভিত্তি করে তৈরি প্রতিবেদেনে এই তথ্য জানানো হয়।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন সম্মেলন কক্ষে  এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা। এতে সভাপতিত্ব করেন বিবিএস’র মহাপরিচালক আব্দুল ওয়াজেদ।
অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন কর্মসূচি পরিচালক জিয়া উদ্দিন আহমেদ।

প্রতিবেদনে বলা হয়েছে, সামষ্টিক দেশজ উৎপাদনে (জিডিপি) নির্মাণ শিল্পের অবদান ৭ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে সরকারি-বেসরকারি খাতসহ মোট ২ লাখ ৩৭ হাজার কোটি টাকার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে পাকা নির্মাণ ব্যয় হয়েছে ২ লাখ ৩৪ হাজার কোটি টাকা এবং কাঁচা নির্মাণ ব্যয় হয়েছে ৩ হাজার ১০০ কোটি টাকা। ছবি: সংগ্রীহিত।

/এসআই/এফএইচ/