অব্যবহৃহ অর্থ অন্য প্রকল্পে খরচ করা যাবে

nonameপ্রকল্প বাস্তবায়ন দ্রুত ও সহজতর করার জন্য মন্ত্রণালয়ের এক প্রকল্পের অব্যবহৃহ অর্থ প্রয়োজনে একই মন্ত্রণালয়ের অন্য প্রকল্পে খরচ করা যাবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর শের-ই-বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন বিষয়ে সকল মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ।
গত নভেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বেশ সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সামষ্টিক দেশজ উৎপাদন (জিডিপি) বা অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ ভাগে উন্নীত করা। মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। শতভাগ এডিপি বাস্তবায়ন হলে প্রত্যাশা পূরণ সম্ভব। আমরা সে লক্ষেই কাজ করছি।
বৈঠকে প্রকল্প বাস্তবায়ন তদারকি জোরদার করাসহ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবগণ প্রকল্প বাস্তবায়ণের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় মতামত ব্যক্ত করেন।

পরিকল্পনা বিভাগের সচিব সফিকূল আজম ও অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বৈঠকে উপস্থিত ছিলেন ।

/এসআই/এফএইচ/