কেন্দ্রীয় ব্যাংকের ড্যাশবোর্ড বিকল

নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাঙ্গো টেলিসার্ভিসের মতিঝিলের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে অচল হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন তদারকির ইলেকট্রনিক ড্যাশবোর্ড। ফলে আমদানি-রফতানি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যাংক কিছুটা ভোগান্তিতে পড়েছে। তবে বিভিন্ন ব্যাংকের তদারকিতে বাংলাদেশ ব্যাংকের সমস্যা হলেও ব্যাংকগুলোর কোনও সেবা বন্ধ নেই।

জানান গেছে, নেটওয়ার্ক সেবা সচলে কাজ করছেন ম্যাঙ্গো টেলিসার্ভিসের কর্মকর্তারা। সংস্থাটির এক কর্মকর্তা জানান, মতিঝিলের এক ভবনে আগুন লেগে ক্যাবল তার পুড়ে যায়। যে কারণে  মতিঝিল এলাকায় সেবাটি অচল হয়ে পড়ে। এর ফলে বন্ধ হয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের ইলেকট্রনিক ড্যাশবোর্ডও।

প্রসঙ্গত, বাণিজ্যিক ব্যাংকগুলোর সব ধরনের বৈদেশিক লেনদেন ইলেকট্রনিক ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তদারক করে বাংলাদেশ ব্যাংক। ড্যাশবোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিকভাবে আমদানি-রফতানি, প্রবাসী আয়সহ সব বৈদেশিক মুদ্রার লেনদেনের তথ্য জানতে পারে।