ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে

মূল্যস্ফীতি বেড়েছেসদ্য সমাপ্ত ২০১৫ সালের ডিসেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। এ সময় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। এ হার নভেম্বরের তুলনায় দশমিক শূন্য ৫ শতাংশ বেশি। নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক শূন্য ৫ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক সম্মেলন পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শেষে পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, চলতি বছর প্রাক্কলিত মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ দশমিক ২ ভাগ। বছরের শুরু থেকে আমরা এ হার ধরে রেখেছি। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১০ ভাগ।
এদিকে বিবিএসের মজুরি সূচক পর্যালোচনা করে দেখা যায়, নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে সাধারণ মজুরিসূচক বেড়েছে। নভেম্বরে মাসে মজুরিসূচক ছিল ৭ দশমিক ০৯ ভাগ। ডিসেম্বরে এ সূচক বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯১ ভাগ।

পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রামে নভেম্বর মাসের সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬১ভাগ। তা কমে ডিসেম্বরে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৮ ভাগ। শহরে ডিসেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ৭ দশমিক ০৭ ভাগ। নভেম্বর ছিল ৬ দশমিক ৮৮ ভাগ।

বিবিএসের মূল্যস্ফীতির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ ভাগ। নভেম্বর মাসে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৭২ ভাগ। খাদ্যে বহির্ভুত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ০৫ ভাগ। নভেম্বর মাসে খাদ্য বহির্ভুত পণ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৫৬ ভাগ।

/এসআই/এফএইচ/