রবির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

টেলিকম খাতের প্রতিষ্ঠান রবি আজিয়াটা সর্বশেষ হিসাব-বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দিয়েছে। আলোচিত বছরের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ৩ শতাংশ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর থেকে পুঁজিবাজারে রবি আজিয়াটার শেয়ার লেনদেন শুরু হয়। রবি পুঁজিবাজার থেকে ৫২ কোটি শেয়ার ইস্যু করে ৫২৩ কোটি টাকা উত্তোলন করেছে যা নেটওয়ার্কের পরিধি বাড়াতে ব্যয় করা হবে। রবি আজিয়াটার পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি টাকা। যার গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ার প্রতি মুনাফার পরিমাণ ২২ পয়সা। বর্তমানে রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ১০ লাখের বেশি, যা বাজারের প্রায় ৩০ শতাংশ।