সিগারেট, বিড়ি, জর্দা ও গুলে শুল্ক-কর বাড়ছে না

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক কর অপরিবর্তিত থাকায় বাড়ছে না দেশীয়ভাবে উৎপাদিত সিগারেট, বিড়ির, জর্দা, গুলের দাম। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে শুল্ক-কর অপরিবর্তিত রাখার প্রস্তাব করেন। ফলে এসব পণ্যের দাম অপরিবর্তিত থাকতে পারে। তবে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরণের তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতাকে তার ব্যবসা হতে অর্জিত আয়ের ২.৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।

বৃহস্পতিবার (৩ জনু) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থাপন করা প্রস্তাবিত বাজেট অনুযায়ী বর্তমান অর্থবছরে দেশীয়ভাবে তৈরি সিগারেট, বিড়ি জর্দা, গুলের ওপর ৪৫ শতাংশ কর রয়েছে। বর্তমান অর্থবছরেও সেই একই পরিমাণ কর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে করে এসব পণ্যের দাম অপরিবর্তিত থাকবে।

প্রস্তাবিত বাজেটে সিগারেট বাজারের প্রায় ৭২ শতাংশ দখলে থাকা নিম্নস্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখার ফলে প্রস্তাবিত বাজেট কার্যকর হলে সিগারেটের প্রকৃতমূল্য হ্রাস পাবে এবং তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী ধূমপানে উৎসাহিত হবে। একইসঙ্গে বিড়ি এবং বহুল ব্যবহৃত জর্দা-গুলের দাম ও শুল্ক অপরিবর্তিত রাখায় নিম্ন আয়ের মানুষ বিশেষত নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে।