ডিজিটাল পদ্ধতিতে বাণিজ্য সহজীকরণে এগিয়ে বাংলাদেশ

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরে রেজিস্ট্রেশনের জন্য আবেদন, আবেদন ফি, নামের ছাড়পত্র ফি, রেজিস্ট্রেশন ফি জমাসহ সকল সেবা অনলাইনে প্রদান ব্যবসা-বাণিজ্যকে সহজ করে দিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সিসিআইঅ্যান্ডই, বিডা, এনবিআর, বেজা, বেপজা, বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ ব্যবসা সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের ফলে সকল অনুষ্ঠানিকতা সহজ হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

সিনিয়র তথ্য কর্মকর্তা লতিফ বকসী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে মন্ত্রণালয়ের টিম কমার্সের কর্মদক্ষতায় বাণিজ্য সহজীকরণের জন্য অনলাইনে বাণিজ্যসেবা প্রদান করে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য সহজ করতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর ডিজিটাল রেজিস্ট্রেশনসহ সকল বাণিজ্যসেবা অনলাইনে প্রদান করছে। 

উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন সুবিধায় বাণিজ্য সহজীকরণে কয়েক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। দেশি ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে রেজিস্ট্রেশনসহ বাণিজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল সেবা ডিজিটাল পদ্ধতিতে প্রদানে সফলতার জন্য ২০২১ সালে দলগত (কারিগরি) শ্রেণিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরকে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে পদক ও সম্মাননাপত্র প্রদান করা হয়। এ জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরের পক্ষে তৎকালীন নিবন্ধক বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনসহ দলের সদস্যরা জনপ্রশাসন পদক গ্রহণ করেন।