বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা

মুদ্রানীতিবৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। ২০১৫-১৬ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের এই মুদ্রানীতি ঘোষণা করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কন্ফারেন্স হলে এই মুদ্রানীতি ঘোষণা করা হবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বিনিয়োগ বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি এবং কৃষি খাতে ঋণের প্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এই মুদ্রানীতির ধরণ হবে ‘প্রবৃদ্ধি সহায়ক ও  বিনিয়োগবান্ধব’। তবে মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে মধ্যে রাখার লক্ষ্য থাকবে এতে।
/ জিএম/এমএনএইচ/