রেমিট্যান্সে প্রণোদনা বাড়ছে না 

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর সরকারের দেওয়া প্রণোদনার হার বাড়ছে না। এ মুহূর্তে রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর কোনও চিন্তা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

বুধবার (৪ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, আমার মনে হয় রেমিট্যান্সের উপর ২ শতাংশ ইনসেনটিভ (প্রণোদনা) ঠিক আছে। অর্থমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে বাড়াচ্ছি না। ইনসেনটিভের ক্ষেত্রে রেভিনিউ এলাকায় নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে পারি কি-না সেটা আমরা দেখব। যিনি যে পরিমাণ আয় করবেন তা বৈধপথে পাঠালে প্রণোদনা পেয়ে যাবেন।’

অর্থমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের রেমিট্যান্স যেগুলো বিদেশে উপার্জিত হয় তা দেশে আসুক, বৈধপথে আসুক। আগে বৈধপথে আসতো, অন্যান্য পথেও আসতো। এখন বৈধপথে আসাটায় এদের কোথায় আপত্তি আছে আমি জানি না। আমরা যদি কোনও নিয়মনীতির মধ্য দিয়ে রেমিট্যান্স নিয়ে আসি সেটা তো দেশের জন্য ভালো।’