রফতানিতে ভর্তুকির আবেদনের সময় বাড়লো

কোভিড-১৯ পরিস্থিতিতে যেসব রফতানিকারক নির্ধারিত সময়ে নগদ সহায়তার আবেদন করতে পারেনি তাদের জন্য ৪৫ দিন সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া পাটজাত পণ্য ও দেশীয় বস্ত্রখাতের রফতানিতে নগদ সহায়তা-ভর্তুকির আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রফতানিকারক অ্যাসোসিয়েশনের ইস্যু করা প্রত্যয়ন সনদ দাখিল করতে হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে নগদ সহায়তার আবেদন করতে পারেনি অনেক রফতানিকারক। ভর্তুকি বা নগদ সহায়তার যেসব আবেদন নির্ধারিত সময়ে রফতানিকারক কর্তৃক দাখিল করা সম্ভব হয়নি এ সার্কুলার জারির ৪৫ দিনের মধ্যে সেসব আবেদন দাখিল করতে পারবে।

এদিকে আরেকটি সার্কুলার বলা হয়েছে,  রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে অ্যাসোসিয়েশনের সনদপত্র দাখিল করতে হবে। নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে দাখিলযোগ্য সার্টিফিকেট অব প্রোডাকশন বিটিএমএ-র সেক্রেটারি জেনারেলের সমতুল্য পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা কর্তৃক ইস্যু করা যাবে।